কবি-মাইনুদ্দিন আল আতিক
(প্রিয় কবি আল-মাহমুদ এর সুস্থতা
কামনায়)
রক্তাক্ত আকাশে বৃষ্টির ফোয়ারা,
পাখিরা ডানা মেলেছে ডুবন্ত সূর্যের
আহ্বানে।
সোনালি কাবিন হাতে ক্লান্ত কবি
উবু হয়ে
পরে আছে তিতাস পাড়ে।
টেবিলে খোলা ডায়রি-কলম কালো
ফ্রেমের চশমা
চোখে বিন্দু বিন্দু মায়াজল
চারদিকে ঘোলাটে স্বপ্ন।
কবিতা লেখার অভিপ্রায় হারিয়ে
যাচ্ছে দিনদিন,
কবিতাপ্রেমিরা কবিতা খোঁজে
মায়ের নোলকের মত,
কবি, ফিরে এসো কবিতার মাঠে।