Wednesday, October 4, 2017

আশাবাদী হও

কবি-আবুল কালাম আজাদ
হতাশ জীবন হিংস্র,
কখনো হয় ভয়ংকর,
ডাকাতরূপ দুর্ধর্ষ,
মৃত্যুসম এক শংকর !

নিরাশ মানেই দগ্ধ,
অনলের মাঝে অঙ্গার,
আঁধারেই সমৃদ্ধ,
হয়ত তা কুলাঙ্গার ।

আশাহত মন নষ্ট,
মৌকাননের ঝরাফুল,
কুল হয় যার ভ্রষ্ট,
নাপিতের ক্ষুরে ছাঁটাচুল !

ভুলের শঙ্কা ভয়ানক,
নষ্ট করে তা উদ্যম ।
সুকুমার মন আচানক
করে ফেলে হতোদ্যম।

আশাবাদী হও বন্ধু
জীবনের মহাসাগরে,
পার হতে মহাসিন্ধু
প্রত্যয়ী হয়ে জাগোরে ।

No comments:

Post a Comment