Thursday, May 3, 2018

ধিক্কার

কবি-ইউসুফ আউলিয়া
হাজার বছরের ব্যথা বুকে ধরে চুপ ছিলাম, 
কিন্তু আর না তোমার অত্যাচারে আমি জর্জরিত 
 হে মহা বৃক্ষ ; তোমার শাখা-প্রশাখার ছত্রছায়ায় 
কে আমার ভাগ্যটা লিখল এমন করে? 
হে মহা বৃক্ষ ; তুমি বৃহৎ আমি ক্ষুদ্র আমি 
তোমার অত্যাচারে জর্জরিত 
কোন পথিক এলে বসে তোমার ছায়া তলে 
আর পাতা ছিঁড়ে নিয়ে যায় আমার 
বল তুমি যদি না থাকতে পথিক কি আসতো? 
আর আমাকে ক্ষতবিক্ষত হতে হতো না। 
তোমার জন্য আমি সূর্যের উত্তাপ ছিটেফোঁটাও পায়নে, 
আমার অধিকার থেকে আমি বঞ্চিত অপুষ্টি বাসা বেঁধেছে 
আমার সারা অঙ্গ জুড়ে, 
আমার দিন শুরু হয় তোমায় দেখে সন্ধ্যা আসে তোমায় দেখে 
অথচ তুমি দেখতে পাও বিশাল আকাশ চন্দ্র সূ্র্য গ্রহ তারা নক্ষত্ররাজি 
তোমার অঙ্গ থেকে পাতা খসে পড়লেও সেটা আমার ওপর বর্তায় 
বৃষ্টির জলে তুমি যেভাবে স্নান কর সেটাও আমি পারিনে, 
পারিনে তোমার মতো সারানিশি শিশির জলে ভিজতে 
তারা ভরা জ্যোৎস্না আকাশ দেখতে। 
হে মহা বৃক্ষ ; তুমি কি এ কথা জানো? 
" বেশি বাড়লে ঝড়ে ভাঙে..." 
তুমিও ভাঙবে যে দিন তুফান উঠবে হবে এক মহাপ্রলয় 
তুমি ধ্বংস হয়ে যাবে, 
তুমি হারিয়ে যাবে গভীর সুমদ্র স্রোত ধারায়। 
তোমার প্রতি এই আমার চরম ধিক্কার সেই দিন নেব আমি 
বুক ভরে একটু স্বস্তির নিশ্বাস।

No comments:

Post a Comment