রচনায়-আবুল কালাম আজাদ
মন জানে এই মনের খবর
পথ চিনি না আলেক সাঁই
পথের মানুষ আমি এক জনায় ||
জন্ম নিয়ে মায়ের কোলে
ছলে বলে কি কৌশলে
ভোগ বিলাসের তৃষ্ণা নিয়ে
পইড়াছি গোলকধাঁধায় —
পথের মানুষ আমি এক জনায় ||
বাধার পাহাড় ভয় করি না
পথের বাঁকে পথ ছাড়ি না —
সত্য সু-পথ না চিনিলে
ধ্বংস মানব জনমটাই—
পথের মানুষ আমি এক জনায় ||
পথ হারানো পথিক আমি
পান্হশালার ওগো স্বামী —
পথের দিশা দাওগো প্রভু
ক্লান্তি আমার ক্ষমা চাই —
পথের মানুষ আমি এক জনায় ||
No comments:
Post a Comment