কবি-আইরীন কাকলী
সে স্বর্গ কি অনেক দূরে?
যে স্বর্গে আমার সমস্ত পাওয়া গুলো
সোনালী মুকুট দিয়ে সাজবে
স্বপ্নগুলো বৃষ্টির মতো এসে আমাকে
ভিজিয়ে দেবে।
আমি ভিজবো, ভিজবো ;
আর ভিজবো।
ঝড়ে বিদ্ধস্ত হৃদয় হয়তোবা নতুন করে সাজানো যায়
কিন্তু যে হৃদয়ে পঁচন ধরেছে ...
সে হৃদয়ের সাথী কেউ কি হতে চায়?
যার কখনও ভোর আসেনা
সে তো মৃত্যুর তারা গুনে যায় প্রতিরাতে
জীবনের জয়গান তো তোমরাই করবে?
যাদের প্রতিটি সকাল
হীরের মতো উজ্জলতা নিয়ে আসে।
দুঃখকে হয়তো বেশি ভালোবাসি
কষ্ট না থাকলে পাওয়ার কি বা পূর্ণতা?
তার পরও মনে হয়
এত মিথ্যে কেনো আমার জীবনে
এত ভূল ! এত কপটতা !
এতটাই হেরে যাওয়া !
যে স্বর্গে আমার সমস্ত পাওয়া গুলো
সোনালী মুকুট দিয়ে সাজবে
স্বপ্নগুলো বৃষ্টির মতো এসে আমাকে
ভিজিয়ে দেবে।
আমি ভিজবো, ভিজবো ;
আর ভিজবো।
ঝড়ে বিদ্ধস্ত হৃদয় হয়তোবা নতুন করে সাজানো যায়
কিন্তু যে হৃদয়ে পঁচন ধরেছে ...
সে হৃদয়ের সাথী কেউ কি হতে চায়?
যার কখনও ভোর আসেনা
সে তো মৃত্যুর তারা গুনে যায় প্রতিরাতে
জীবনের জয়গান তো তোমরাই করবে?
যাদের প্রতিটি সকাল
হীরের মতো উজ্জলতা নিয়ে আসে।
দুঃখকে হয়তো বেশি ভালোবাসি
কষ্ট না থাকলে পাওয়ার কি বা পূর্ণতা?
তার পরও মনে হয়
এত মিথ্যে কেনো আমার জীবনে
এত ভূল ! এত কপটতা !
এতটাই হেরে যাওয়া !
No comments:
Post a Comment