কবি-সরকার জুয়েল
নীরবতাকে সঙ্গি করে
কষ্টের চাদর মুড়ে
বসে আছি একা
নীল দু:খ গুলো
খুজে ফেরে আমায়
সুখগুলো দেয়না দেখা।
বিরহী হৃদয়ে আজ
কষ্টের বসবাস
শূণ্য বুকে দু:খেরি দহন
ভুলে গিয়ে সুখে আছ
মরুভূমি হয়েছে মন।
আজ স্বপ্নগুলো অর্থহীন
সুখগুলো হয়েছে বিলিন
তবু ভুলতে পারি না
ভালবাসা হয়নি মলিন
ভালবাসি তো অনেক বেশি....
No comments:
Post a Comment