Saturday, December 17, 2016

বহুকাল তোমার অপেক্ষায়

কবি-শেখ বিপ্লব হোসেন
আমার হৃদয়ের জমিন খুলে রেখেছি 
বহুকাল তোমার অপেক্ষায়....! 
তুমি কোনো এক চৈত্রের দুপুরে 
বৃষ্টি হয়ে ঝরবে আমার এই রোদ্রতপ্ত বুকে, 
তুমি আমার শুন্য ভূমিতে লুটিয়ে পড়বে পরম সোহাগে ! 
তোমার নিবিড় আলিঙ্গনে আমার তনু মন 
ফিরে পাবে হারানো যৌবন, 
আমার অতৃপ্ত হিয়া 
তোমার ছোঁয়ায় ফিরে পাবে উর্বরতা। 
গভীর নিশিতে তুমি আমিতে মিলে 
জ্বালাবো সুখের প্রদীব, 
মুছে যাবে এ প্রাণের শত দুঃখ-ব্যথা; 
আমাদের ভালোবাসার ফসলে ভরে উঠবে গোলাপকানন। 
তুমি এসো, আমার এই বিরান ভূমিতে! 
আমার হৃদয়ের জানালা খুলে রেখেছি 
বহুকাল তোমার অপেক্ষায়.....! 
তুমি এসো কোনো এক হেমন্তের বিকেলে 
কিংবা কোনো এক শীতের ভোরে, 
নয় তো কোনো এক ফাগুনে, 
তুমি এসো! তুমি এসো হে প্রিয়!

No comments:

Post a Comment