Thursday, December 1, 2016

নিগৃহীত নারীর আর্তনাদ

কবি-নুসরাত জাহান মেঘা
 অসহায় নারীর উপরে
এই সমাজের রীতি,
কিছু মানুষ দিচ্ছে লেপে
কলঙ্গেরই ক্ষিতি।
বড় গলায় চাপাবাজি
দেখায় যে ন্যায়নীতি,
নিগৃহীত নারীর প্রতি
নাই যে তাদের প্রীতি।
যদি নারী হয় বিধবা
স্বামী খেকো বলে,
এই সমাজের মানুষ তাকে
ভাসায় নয়ন জলে।
আরো কতো শুনায় কথা
বলে চরিত্রহীন,
শকুন শিয়াল ঘুরে পাশে
আতংকে কাটে দিন।
হাজার কষ্ট কাঁধে নিয়ে
একা কেঁদে মরে,
কারো দয়া হয়না কভু
এই নারীরই তরে।
অবুঝ নারীর সরলতা
করে যে উপভোগ,
কেউ বুঝেনা নারীর মনে
কতো শত শোক।
কু প্রস্তাবে নাই সম্মতি
আঘাত খায় চাপাতির,
এসিড দিয়ে মুখটা ঝলসায়
নাই লজ্জা এ জাতির।
প্রতি ভোরে খবর দেখি
ধর্ষিতাদের ছবি,
ধর্ষকেরতো হয়না বিচার
ওরাই নাকি রবি?
কবে হবে নারীর প্রতি
সমাজের সু দৃষ্টি?
নারী পুরুষ সবাইতো এক
একেই খোদার সৃষ্টি।

No comments:

Post a Comment