কবি-মুছীহুর রহমান শিহাব
কখনও কেউ করিওনা ওগো
মাটির দেহটি নিয়ে বড়াই বারংবার,
চোখ দুটো আর শ্বাস নিঃশ্বাস
বন্ধ হলে গো একবার!
দেখিবে তোমরা, কেউ পাশে নেই আর!!
মাটির দেহটি নিয়ে বড়াই বারংবার,
চোখ দুটো আর শ্বাস নিঃশ্বাস
বন্ধ হলে গো একবার!
দেখিবে তোমরা, কেউ পাশে নেই আর!!
আপন ভাবিয়া যাদের জন্য বুনেছো
এতদিন সৃষ্টিতে রঙিন যত স্বপ্নঘর,
মৃত্যুর সাথে সাথে তারাই তো
প্রথম হবে গো সবাই পর।
এতদিন সৃষ্টিতে রঙিন যত স্বপ্নঘর,
মৃত্যুর সাথে সাথে তারাই তো
প্রথম হবে গো সবাই পর।
মৃত্যুতে তোমাদের! আপন শুধু তখন-
ওহে নামাজ-রোজা এবং সৎ আমল,
ঐ দেখ ওইখানে কতো যে মাটিগাড়া
ওদের সেই কেবলি অঘোর অন্ধকার কবর!
ওহে নামাজ-রোজা এবং সৎ আমল,
ঐ দেখ ওইখানে কতো যে মাটিগাড়া
ওদের সেই কেবলি অঘোর অন্ধকার কবর!
সেইখানে যখতখন একাকীত্বে
তোমাদেরও বন্ধু হবে শুধু সেই কবর!
বাকি সবি ফাঁকি, হয়ে যাবে মিথ্যে!
কীভাবে কী নিয়ে দিবে ফারি
ওগো সময় থাকতে চলো ভেবে চিন্তে!!
তোমাদেরও বন্ধু হবে শুধু সেই কবর!
বাকি সবি ফাঁকি, হয়ে যাবে মিথ্যে!
কীভাবে কী নিয়ে দিবে ফারি
ওগো সময় থাকতে চলো ভেবে চিন্তে!!
No comments:
Post a Comment