Thursday, December 1, 2016

বিজয় মানে

 কবি-সামায়েল রহমান সুমেল

বিজয় মানে বাংলার আকাশে লাল সবুজের পতাকা দোলা 
বিজয় মানে সুবাস মোহিত বাংলা নামের ফুল 
বিজয় মানে আনন্দ ভাসা বীর বাঙালীর প্রাণ 
বিজয় মানে মনের সুরে বাংলার গান গাওয়া 
বিজয় মানে নয়টি মাসের যুদ্ধে একটি ফল।

No comments:

Post a Comment