কবি-সেপিকা ইয়ামীম তানি
যদি পরন্তু বিকেলে কভু
মনে পরে আমায়,
থাকবো আমি মিশে
ওই গোধূলি মাখা নীলিমিয়,
যদি নিঝুম রাতে চোখের পাতায়।
স্বপ্নে কাছে আসি,
জানালা খুলে দেখবে আমায়
চাঁদটি হয়ে হাসি।
যদি সূর্য ওঠা স্নিগ্ধ ভোরে
চাও গো পেতে কাছে,
খুঁজলে তুমি পাবে আমায়
পদ্মফুলের মাঝে।
যদি তপ্ত দুপুরে ক্লান্ত ক্ষণে
আমায় কভু ভাবো
দখিনা শীতল বাতাস হয়ে
তোমায় ছুঁয়ে যাবো।।
No comments:
Post a Comment