কবি-তাহেরা মোন্নাফ
টাকা যদি চুরি হয়
ফিরে পাওয়া যায়
কবিতা চুরি গেল
কি যে করি হায়?
দিয়া আহমেদ তারি নাম
সব লোকেই চিনে
তবুও কয়না কিছুই
সে নাকি বড় হ্যেকার
এই বলেই মানে।
আমি তো লিখিনা ভাল
তবুও হয় চুরি
তোমাদের কত লিখা
আছে ভুড়ি ভুড়ি।
আমি খুব সাধারন
লিখাও খুম কম
তবুও কেন গো তুমি
হলে আমার যম?
করিনি কোন ক্ষতি
আমি যে তোমার
তবে কেন করলে চুরি
কবিতা আমার?
টাকা পয়সা নিতে চাও
দিব দু,হাত ভরে
করোনা কবিতা চুরি
কারো অগোচরে।
পারবে কি নিতে আমার
আল্লাহর দেয়া উপহার
লিখে যাব মন দিয়ে
ভরশা আমার খোদার।
করবে না তোমায় ক্ষমা
এই দুনিয়ার মাঝে
শুধু শুধু কবিতা নিয়ে
সাজলে চোরের সাজে।।
ফিরে পাওয়া যায়
কবিতা চুরি গেল
কি যে করি হায়?
দিয়া আহমেদ তারি নাম
সব লোকেই চিনে
তবুও কয়না কিছুই
সে নাকি বড় হ্যেকার
এই বলেই মানে।
আমি তো লিখিনা ভাল
তবুও হয় চুরি
তোমাদের কত লিখা
আছে ভুড়ি ভুড়ি।
আমি খুব সাধারন
লিখাও খুম কম
তবুও কেন গো তুমি
হলে আমার যম?
করিনি কোন ক্ষতি
আমি যে তোমার
তবে কেন করলে চুরি
কবিতা আমার?
টাকা পয়সা নিতে চাও
দিব দু,হাত ভরে
করোনা কবিতা চুরি
কারো অগোচরে।
পারবে কি নিতে আমার
আল্লাহর দেয়া উপহার
লিখে যাব মন দিয়ে
ভরশা আমার খোদার।
করবে না তোমায় ক্ষমা
এই দুনিয়ার মাঝে
শুধু শুধু কবিতা নিয়ে
সাজলে চোরের সাজে।।
No comments:
Post a Comment